রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শান্তিরক্ষা কার্যক্রমে বহুজাতিক অনুশীলন শান্তিদূত-৪ আগামীকাল থেকে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড কর্তৃক যৌথভাবে আয়োজিত অনুশীলন শান্তিদূত-৪ আগামীকাল রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হবে। এ উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরে (আইএসপিআর) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইএসপিআর জানায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন্স ট্রেনিংয়ের (বিপসট) প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘অনুশীলন শান্তিদূত-৪’ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর পরিচালিত একটি বহুজাতিক অনুশীলন, যা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসটে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক বাহিনীর সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে ইউনিট পর্যায়ে অত্যাবশ্যক কর্মকাণ্ডের ওপর সার্বিক প্রশিক্ষণ প্রদান এ অনুশীলনের উদ্দেশ্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদের কৌশলগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি করবে অনুশীলন শান্তিদূত-৪। সংবাদ সম্মেলনে পরিচালক আইএসপিআর, মার্কিন সেনাবাহিনীর মেজর ক্যাসান্ড্রা গেসেকি এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর