রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

লালবাগে হঠাৎ দেয়াল ধস, আহত দুই

প্রতিদিন ডেস্ক

লালবাগে হঠাৎ দেয়াল ধস, আহত দুই

লালবাগে গতকাল রাতে দেয়ালের একাংশ ধসে পড়ে —বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকার লালবাগে একটি ভবনের দেয়াল ধসে রাস্তায় পড়ে দুজন আহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে লালবাগের হরনাথ ঘোষ সড়কে রয়েল হোটেলের কাছে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্যাক্সিচালক সারোয়ার হোসেন সাগর (৩০) ও রিকশাচালক সবুজ (৪০)। তারা দুজনই পথচারী। রাত ১১টায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর বিডিনিউজের। পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. কামাল হোসেন জানান, দেয়ালের একাংশ ধসে রাস্তায় একটি ট্যাক্সিক্যাব ও রিকশার ওপর পড়ে। তিনি বলেন, এতে ট্যাক্সিচালক ও রিকশাচালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কাজী বাবলু নামের ওই এলাকার এক বাসিন্দা জানান, পুরনো দোতলা ভবনটি বেশ কিছুদিন ধরে ভাঙা হচ্ছিল। তবে রাস্তার পাশের দেয়ালে এখনো হাত দেওয়া হয়নি। তিনি বলেন, ‘রাতে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ধপাস শব্দ শুনে তাকিয়ে দেখি, দেয়াল ধসে রাস্তার ওপরে পড়েছে। ইট-সুরকির নিচে পড়েছে একটি ট্যাক্সিক্যাব ও একটি রিকশা। সবাই দৌড়ে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

খবর শুনে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়েনি বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

সর্বশেষ খবর