রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিমানে ভিআইপি মর্যাদা পেলেন না সাবেক চিফ হুইপ, ক্ষোভ

নিজস প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভিআইপি মর্যাদা পেলেন না সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি। এ নিয়ে তিনি ফ্লাইটে ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্লাইট থেকেই তিনি বিমানমন্ত্রী ও বিমানের একজন পরিচালককে ফোন করে ক্ষোভের কথা জানান। গতকাল দুপুরে সিলেট থেকে ঢাকায় আসার সময় বিমানের ০৬০২ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে ফোন করেও তিনি ভিআইপির আসন পাননি। অবশেষে ইকোনমি আসনেই তাকে ঢাকায় আসতে হয়। টানা পাঁচবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, ‘ভিআইপি সিলযুক্ত টিকিট নিয়ে ভিআইপি আসনে যেতে থাকি। কিন্তু আমাকে ইকোনমি ক্লাসের আসনে যেতে দেওয়া হয়। ভিআইপি আসনে সিট খালি থাকা সত্ত্বেও একজন সিনিয়র এমপি হিসেবে প্রাপ্ত সম্মান ও মর্যাদাটুকু আমাকে দেওয়া হয়নি।

 এ বিষয়ে কেবিন ক্রুরা কোনো জবাব দিতে পারেননি। আমি তত্ক্ষণাৎ আমাকে নাজেহালের ঘটনাটি বিমানমন্ত্রী ও বিমানের পরিচালককে জানাই। তখন বিমানটি ছেড়ে দিলে আমাকে ইকোনমি ক্লাসে বসেই ঢাকা আসতে হয়।’ উপাধ্যক্ষ আরও বলেন, ‘বিমানে ওঠার পর দেখি আমাকে ইকোনমি ক্লাসে বসতে দেওয়া হচ্ছে। ভিআইপি আসন থাকা সত্ত্বেও আমাকে নাজেহাল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে বলে আমি মনে করি।’

সর্বশেষ খবর