বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ ও বিএনপির অত্যাচারে মানুষ ক্ষতবিক্ষত

————— হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির অত্যাচারে দেশের মানুষ ক্ষতবিক্ষত। জনগণ অত্যাচারিত হতে চায় না। মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। গতকাল মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি আদাবর থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন শেষে আলহাজ মকবুল আহমেদ মুকুল সভাপতি ও মোহাম্মদ ফরদাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আদাবর থানা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মকবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে ও এস এম হাসেমের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, এস এম ফয়সল চিশতী, মো. শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ প্রমুখ।হাওলাদার বলেন, গতকাল চট্টগ্রামে ছাত্রলীগ যেভাবে গণপূর্তমন্ত্রীর সামনে সবকিছু লণ্ডভণ্ড করল, অসহায়ভাবে মন্ত্রী হাত জোড় করে ক্ষমা চাইলেন। বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একই ঘটনা ঘটে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় ছাত্রলীগের কাছে নিরাপদ নন, সেখানে দেশের সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবেন? সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিকে জনগণের কাছ থেকে দূরে সরানোর জন্য দুই দলই চেষ্টা-প্রচেষ্টা করেছে। কিন্তু ২৭ বছর ঘাত-প্রতিঘাতের পরও জনগণের ভালোবাসায় জাতীয় পার্টি এখনো টিকে আছে, সাধারণ মানুষ থেকে দূরে সরাতে পারেনি। আগামী নির্বাচনে ৩০০ প্রার্থীর তালিকা করেছি। জনগণ জাতীয় পার্টির সোনালি যুগে ফিরে যেতে চায়। দেশের মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি ক্ষমতায় এলে শান্তি, সুখ ও উন্নয়ন নিশ্চিত হবে। ২৪ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। সেই সমাবেশে জাতীয় পার্টির গণজোয়ার সৃষ্টি হবে— ইনশা আল্লাহ।’

সর্বশেষ খবর