রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ঢাকা বারে সংখ্যাগরিষ্ঠ পদে সরকার সমর্থকরা জয়ী

আদালত প্রতিবেদক

ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতিতে সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে সরকার সমর্থক সাদা প্যানেল। সমিতির ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪ পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। অন্যদিকে সভাপতিসহ ১৩ পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেল। গতকাল ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষ নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষে বিকাল ৫টায় গণনা শুরু হয়ে রাত সাড়ে ১০টার দিকে গণনা স্থগিত করা হয়। পরে গতকাল সকাল ১০টায় ফের ভোট গণনা শুরু করে রাতে গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান। সভাপতি পদে নীল প্যানেলের প্রার্থী গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. মিজানুর রহমান মামুন জয়লাভ করেছেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহসভাপতি মো. রুহুল আমিন, ট্রেজারার আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহসাধারণ সম্পাদক মো. কামাল হোসেন পাটোয়ারী, লাইব্রেরি সম্পাদক এম মনিরুজ্জামান মানির, দফতর সম্পাদক আবদুর রশিদ, সংস্কৃতি সম্পাদক শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া সদস্য ১৪ পদে নীল প্যানেলের ৯ ও সাদা প্যানেলের ৫ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গল ও বুধবার মোট ৯ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ খবর