মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নিউইয়র্কে বিটিআরসি চেয়ারম্যান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ এপ্রিলেই

প্রতিদিন ডেস্ক

সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির সেবাকে সহজলভ্য করার ক্ষেত্রে নবদিগন্তের সূচনা ঘটবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’এর উৎক্ষেপণের পর। এপ্রিলের প্রথম সপ্তাহে মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত স্পেস এক্স এর লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে। ৩ মার্চ শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য অবহিত করেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কন্সাল জেনারেল শামীম আহমেদ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির প্রেক্ষাপট উপস্থাপন করেন তার স্বাগত বক্তব্যে। খবর এনআরবি নিউজের।

সর্বশেষ খবর