শিরোনাম
মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইএমবি সম্মেলনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জর্জিয়ার বাটুমি শহরে ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডিস (ইএমবি)-এর দুদিনব্যাপী অষ্টম সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান। জর্জিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন মিজ তামার জভিয়া-এর সভাপতিত্বে বাটুমির প্যারাগ্রাফ হোটেলে ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এ সম্মেলন হয়। গতকাল ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নির্বাচনী ব্যবস্থা সহজীকরণ এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তুলে ধরা হয়। বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে যেসব বিষয়ে প্রযুক্তি ব্যবহার করা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন তা উপস্থাপনা করেছে। সম্মেলনে ২২টি দেশের নির্বাচন কমিশন এবং জাতিসংঘ, আইএফইএস, আইসিপিএসের প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর