শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাভারে বাসে তরুণী ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

সাভার প্রতিনিধি

আশুলিয়ার (সাভার) টঙ্গাবাড়িতে বাসে তরুণী ধর্ষণ ও চালক হত্যা মামলার প্রধান আসামি রুবেল (২৫) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল ভোররাতে টঙ্গাবাড়ি এলাকায় ঢাকা উত্তর জেলা পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লখিন্দর গ্রামের লাল মাহমুদের ছেলে। তিনি গত ১৩ ফেব্রুয়ারি আশুলিয়ার শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি করতে গিয়ে এক তরুণীকে ধর্ষণ ও চালককে হত্যার ঘটনায় জড়িত বলে পুলিশ দাবি করেছে। এ ছাড়া তিনি ডাকাত দলের সরদার বলেও উল্লেখ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাসে এক তরুণীকে ধর্ষণ ও চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। ওই ডাকাতদের ধরতে গতকাল ভোররাতে টঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালায় ঢাকা উত্তর ডিবি পুলিশ। কিন্তু ডাকাত দল টের পেয়ে পুলিশের দিকে গুলি চালায়। ডিবি পুলিশও পাল্টা গুলি চালালে রুবেল নামে ওই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, চলন্ত বাসে ডাকাতি, তরুণী ধর্ষণ ও চালক হত্যার ঘটনায় রুবেল জড়িত। এ ছাড়া তার নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। তিনি আরও জানান, বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর