শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী লড়াই

৩১ মার্চ নিউইয়র্কে সমাবেশ করবেন ড. নীনা

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্নর পদের নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ। তিনি আগামী ৩১ মার্চ নির্বাচনের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউইয়র্কে এ উপলক্ষে সমাবেশ করবেন। এই সঙ্গে তিনি তহবিলও সংগ্রহ করবেন। খবর : এনআরবি নিউজ। এটি হবে নীনা আহমেদের নির্বাচনী তহবিল সংগ্রহের প্রথম অনুষ্ঠান। ফ্রেন্ডস অব ড. নীনার ব্যানারে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বেলাজিনো পার্টি’ হলে এদিন দুপুর ১২টায় এ অনুষ্ঠানের জন্য হোস্ট হিসেবে বিশিষ্টজনরা কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন পিপল এন টেকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফ, এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবারের জাতীয় সভাপতি প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন নেতা মাফ মিসবাহ, বিজ্ঞানী মুক্তিযোদ্ধা ও নিউজার্সির প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরন্নবী, মুক্তিযোদ্ধা-সাংবাদিক লাবলু আনসার প্রমুখ। আর্তমানবতার সেবায় সবার দৃষ্টি আকর্ষণকারী সংস্থা আ. কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আবদুুল কাদের মিয়া এবং উত্তর আমেরিকায় নীরব সমাজকর্মী হিসেবে পরিচিত ড. জিয়াউদ্দিনও রয়েছেন সার্বিক সহযোগিতায়। প্রসঙ্গত প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে অধিষ্ঠিত হওয়া ড. নীনা প্রথমে ফিলাডেলফিয়া সিটি এলাকা নিয়ে গঠিত ‘পেনসিলভেনিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১’ থেকে নির্বাচনের জন্য মাঠে নেমেছিলেন।

এ অবস্থায় সেই নির্বাচনী এলাকা সংস্কারের নামে খণ্ড-বিখণ্ড করায় ড. নীনার ভোট ব্যাংকে বিভক্তি রচনা করা হয়েছে তাকে কৌশলে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। জানা গেছে, এরপরই তিনি কংগ্রেসে লড়ার পরিকল্পনা বাদ দিয়ে আরও বড় আসন ‘লে. গভর্নর’ পদে দাঁড়িয়েছেন। এরই মধ্যে নির্বাচনী ব্যালটে নাম উঠার জন্য প্রয়োজনীয় এক হাজার ভোটারের স্থলে ৪২৮৯ ভোটারের স্বাক্ষর সংবলিত আবেদন নির্বাচন কমিশনে জমা হয়েছে। ১৫ মে অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি। সেখানে তার জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে এজন্য দরকার বিস্তর তহবিল। এরই মধ্যে পেনসিলভেনিয়া, নিউজার্সি, ভার্জিনিয়াসহ বিভিন্ন স্থানে তহবিল গঠনের অনুষ্ঠান হয়েছে। আরও কটি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্থানে। তবে সবার দৃষ্টি নিউইয়র্কের অনুষ্ঠানের প্রতি। কারণ সবচেয়ে বেশি বাংলাদেশি-আমেরিকান বাস করছেন নিউইয়র্ক-নিউজার্সি-কনেকটিকাট অঞ্চলে।

সর্বশেষ খবর