সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মতিঝিল আইডিয়ালে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। সূত্রে জানা গেছে, ৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের এ পরীক্ষায় প্রায় ১৬০০ প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রায় ১১০০ প্রার্থী গত শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নেন। সেদিনই পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও গতকাল এই ফল প্রকাশ করেন কর্তৃপক্ষ। ফলাফলে ১৫৯ জনকে উত্তীর্ণ দেখানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের গতকাল দুপুরে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবীর দুলু গতকাল বলেন, শুক্রবার লিখিত পরীক্ষার ফল দেওয়ার কথা থাকলেও পরদিন শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে। এ কারণে ফল প্রকাশ স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, কারচুপি করে পছন্দের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে।

এসব ব্যাপারে জানতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর