সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা
সংসদীয় কমিটির বৈঠক

সাত বছরে ৯০০ কিলোমিটার নদী ড্রেজিং হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে জানানো হয়েছে, বিগত সাত বছরে ৯০০ কিলোমিটার নদী ড্রেজিং করা হয়েছে। ড্রেজিংয়ের জন্য আরও দশটি ড্রেজার ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে নদীর নাব্য রক্ষা ও নদী ভাঙন রোধে সারা বছর ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, কমিটির সদস্য এ.কে.এম ফজলুল হক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং অনুপম শাহজাহান জয় বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। পদ্মা নদীর ভাঙন হতে রাজশাহী মহানগরীর সোনাকান্দি হতে বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর