বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সমাধান অংশগ্রহণমূলক নির্বাচন : বি চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের সমস্যার একমাত্র সমাধান একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, যাতে সব দল অংশগ্রহণ করতে পারে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা বিকল্পধারা আয়োজিত যুক্তফ্রন্টের আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন। বি চৌধুরী বলেন, দেশে ৯ বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এর সুবিচার হওয়া দরকার। যারা জড়িত তাদের ফায়ারিং স্কোয়াডে দিয়ে মেরে ফেলা উচিত। এটা স্বয়ং বর্তমান রাষ্ট্রপতিও বলেছেন। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিতে পারেনি। এতে প্রায় দেড় কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর মূল্য এ সরকারকেই দিতে হবে। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘যে কোনো সরকারি অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে এমন মন্ত্রণালয় খুব কম আছে, যেখানে ঘুষ ছাড়া ন্যায়সঙ্গত কাজও হয় না।’ তিনি বলেন, ‘ঘুষ ছাড়া কাজ কীভাবে হবে, অর্থমন্ত্রী তো ঘুষকে জায়েজ করে বলেছেন এটা স্পিডমানি। তার কথায় ঘুষখোরদের সাহস বেড়ে গেছে।’ বি চৌধুরী বলেন, বাংলাদেশে প্রায় ৬০০ থানা আছে। এসব থানায় প্রতি রাতে হাজার কোটি টাকার ঘুষ-বাণিজ্য হয়। যুক্তফ্রন্টের পতাকাতলে সমবেত হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুই দল যেভাবে আমাদের ঠকিয়েছে, তাদের আর আমরা ভোট দেব না।’ প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার কথা রাখেননি।’

কক্সবাজার জেলা বিকল্পধারার আহ্বায়ক মো. আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রূপক, চট্টগ্রাম নাগরিক ঐক্যের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। এর আগে দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণসামগ্রী বিতরণ করেন ডা. বদরুদ্দোজা চৌধুরী।

সর্বশেষ খবর