বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

স্বচ্ছ ঢাকা গড়তে সচেতন হতে হবে : মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ‘স্বচ্ছ ঢাকা’ গড়তে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ, প্রতিবেশ ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে শিক্ষকদের পরামর্শমূলক বক্তব্য দিতে হবে। গতকাল বেইলী রোড অফিসার্স ক্লাবে ‘স্বচ্ছ ঢাকা’ অভিযান সম্পর্কে নগরবাসীকে সচেতন করে তুলতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর সফিউল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাইনুল হোসেন, অধ্যক্ষ বর্ণালি হোসেন, শিক্ষক রিয়াজ পারভেজ, কাউন্সিলর মোশাররফ হোসেন, আবু আহমেদ মন্নাফী ও মোস্তফা কামাল। করপোরেশনের ৫টি অঞ্চলের ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা ‘স্বচ্ছ ঢাকা’ গড়ে তুলতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আহ্বান শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। করপোরেশনের ট্রেড লাইসেন্স দেওয়ার সময় ব্যবসায়ীদের দোকানে ওয়েস্ট বাস্কেট রাখা বাধ্যতামূলক করার প্রস্তাবসহ কিছু পরামর্শ দেন কয়েকজন শিক্ষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে ‘স্বচ্ছ ঢাকা’ নামে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত পরিচ্ছন্ন সপ্তাহ পালন করবে ডিএসসিসি।

সর্বশেষ খবর