বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারতে মাওবাদী হামলায় ৯ পুলিশ নিহত

কলকাতা প্রতিনিধি

ভারতের ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ৯ জন  সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ান নিহত হয়েছেন। নিহতরা সিআরপিএফ০-এর ২১২ ব্যাটালিয়নের জওয়ান বলে জানা গেছে। গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণ ঘটে সুকমা-পালোডি সড়ক বরাবর। মাওবাদী অভিযানে যাওয়ার পথেই জওয়ানদের গাড়িটি মাওবাদীদেরই পাতা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-বিস্ফোরণের মুখে পড়ে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ানদের। বিস্ফোরণের ফলে জওয়ানদের মাইন প্রোটেকটেড ভেহিকল (এমপিভি)-টি মাটি থেকে ১০ ফুট ওপরে উঠে তা ফের মাটিতে আছড়ে পড়ে।  এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি টুইট করেন, ‘সুকমার হামলায় যারা শহীদ হয়েছেন সেই সব সাহসী সিআরপিএফ জওয়ানদের ভারত স্যালুট জানায় ... আমার চিন্তাভাবনা রইল সেই সব শহীদদের পরিবার ও বন্ধুদের প্রতি।’

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ ঘটনাকে ‘ভীষণ পীড়াদায়ক’ বলে আখ্যায়িত করার পাশাপাশি সিআরপিএফের ডিজিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর