Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ মার্চ, ২০১৮ ২৩:৩৫
বিএনপির আন্দোলনে মরা গাঙে জোয়ার আসে না
----------- ওবায়দুল কাদের
টাঙ্গাইল প্রতিনিধি
bd-pratidin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা গণতন্ত্রবিরোধী সেই অশুভ শক্তি বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। সেটা আগামী নির্বাচনে আবারও প্রমাণিত হবে। বিএনপির নেত্রী দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছে। আর বিএনপি বলছে সরকার তাকে জেলে ঢুকিয়েছে। এটি সরকারের আদেশ না আদালতের আদেশ। বিএনপি আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে। বিএনপির আন্দোলনে মরা গাঙে জোয়ার আসে না। তিনি গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে  এ কর্মিসভায় সভাপতিত্ব করেন ফজলুর রহমান খান ফারুক।

এই পাতার আরো খবর
up-arrow