শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

একরাম হত্যার ডেথ রেফারেন্স হাই কোর্টে

নিজস্ব প্রতিবেদক

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৯ জনের ডেথ রেফারেন্স হাই কোর্টে পৌঁছেছে। গতকাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, এ ডেথ রেফারেন্স প্রস্তুত করে প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। তিনি অনুমতি দিলে শুনানির জন্য ডেথ রেফারেন্সের পেপার বুক প্রস্তুত করা হবে। এ ছাড়া দণ্ডপ্রাপ্তরা হাই কোর্টে আপিল করলে ডেথ রেফারেন্স ও তাদের আপিল একসঙ্গে শুনানি শুরু হবে। ১৩ মার্চ একরাম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আদেল, কমিশনার শিবলুসহ ৩৯ জনকে ফাঁসির আদেশ দেয় বিচারিক আদালত। এ ছাড়া এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারসহ ১৬ জনকে খালাস দেওয়া হয়েছে। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্য দিবালোকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন রাতে নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৮ আগস্ট পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলায় চার্জশিট দাখিল করে।

সর্বশেষ খবর