রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আজ আবুল মনসুর আহমদের ৩৯তম মৃত্যুবার্ষিকী

আজ আবুল মনসুর আহমদের ৩৯তম মৃত্যুবার্ষিকী

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের আজ ৩৯তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আগামী ২৩ মার্চ বিকাল ৪টায় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন (সামাজিক বিজ্ঞান অনুষদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আবুল মনসুর আহমদের খোঁজে : বুদ্ধদেব বসুর সঙ্গে তর্কের সূত্র ধরে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মূল প্রবন্ধপাঠ করবেন গবেষক মোহাম্মদ আজম, আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী ও গবেষক মোরশেদ শফিউল হাসান। উল্লেখ্য, বাংলাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে একজন প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক। তিনি ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘ইত্তেহাদ’এর সম্পাদক ছিলেন এবং তত্কালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায়ও কাজ করেছেন। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর