রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না

— আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের কাজে কখনোই হস্তক্ষেপ করে না এবং কখনোই হস্তক্ষেপ করবে না। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সিনটিলা বিজ্ঞান ক্লাব আয়োজিত ৬২তম বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান। বিএনপি দাবি করেছে, সরকারের রাজনৈতিক ইচ্ছায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হচ্ছে। নির্বাহী বিভাগের আদেশে এটা করা হচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি একটা কথাই বলি, দেখেন কথাটা অনেক বড় সাউন্ড করবে— ওনারা (বিএনপি) এ দেশে বিশ্বাসী নয়। সে জন্য ওনাদের পক্ষে রায় না দিলে ওনারা বিচার বিভাগের মতো একটা স্তম্ভকে নিয়ে সবসময় এরকম ভাবে অনাস্থা বা খারাপ ভাষায় কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমি ওনাদের এটা পরিহার করতে বলব।’ আইনমন্ত্রী বলেন, ‘সারা দেশের জনগণ দেখেছে হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছে।’ সরকার হস্তক্ষেপ করলে খালেদা জিয়ার জামিন হলো কীভাবে, প্রশ্ন রাখেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা বিচার বিভাগের কাজে কখনোই হস্তক্ষেপ করি না, কখনোই হস্তক্ষেপ করব না।’

খালেদা জিয়া যদি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পান তারপরও আরও দুটি প্রোডাকশন ওয়ারেন্ট আছে। এক্ষেত্রে তিনি সহসা মুক্তি পাবেন কিনা— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু কুমিল্লার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ আছে, তাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলেও কুমিল্লার মামলায়ও খালেদা জিয়ার জামিন নিতে হবে।

সর্বশেষ খবর