বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাজা ভোগের ২৬ বছর পর খালাস

নিজস্ব প্রতিবেদক

বিচারিক আদালতের দেওয়া সাজা ভোগ করার ২৬ বছর পর হাই কোর্ট থেকে খালাস পেয়েছেন দুই ব্যক্তি। এরা হলেন- মফিজুর রহমান ও আবদুল কাদের। অবৈধভাবে ভারত থেকে ৬টি গরু আমদানির অভিযোগের এক মামলায় ১৯৮৭ সালে আবদুল কাদের ও মফিজুর রহমান নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের সাজা দেয় বিচারিক আদালত। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ ওই দুই ব্যক্তিকে খালাস দিয়ে রায় দেন। এদের মধ্যে মফিজুর রহমান জেল থেকে বের হওয়ার পর মারা যান। জাতীয় আইনগত সহায়তা সংস্থার সুপ্রিম কোর্ট শাখার প্যানেল আইনজীবী কুমার দেবুল দে আদালতে আসামিপক্ষে শুনানি করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে ৬টি গরু আমদানির অভিযোগের এক মামলায় ১৯৮৭ সালে আবদুল কাদের ও মফিজুর রহমান নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের সাজা দেয় বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে তৎকালীন যশোর হাই কোর্টে আপিল করেন তারা। ওই সময় বিভাগীয় হাই কোর্ট পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর ওই মামলা ঢাকায় হাই কোর্টে স্থানান্তরিত করা হয়। তিনি বলেন, ওই দুই ব্যক্তি তাদের পাঁচ বছরের সাজা ভোগ সম্পন্ন করে কারাগার থেকে বের হয়ে গেছেন। এরপর মফিজুর রহমান মারা যান। তবে আবদুল কাদের এখনো জীবিত আছেন। মামলার আপিল শুনানি এত দেরি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আপিল করার পর এ মামলার তদবিরকারক আইনজীবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। ওই মামলার আইনজীবী ছিলেন এম এ ওয়াহাব। পরে তিনিও মারা যান। তিনি জানান, এরপর গত বছর জানুয়ারি মাসে হাই কোর্ট থেকে আবদুল কাদেরকে চিঠি দেওয়া হয় মামলায় আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য। সেই চিঠি পেয়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সঙ্গে গত বছর ৩০ নভেম্বর যোগাযোগ করেন আবদুল কাদের। এরপর লিগ্যাল এইড এ মামলার দায়িত্ব নেয়। পরে মামলাটি শুনানি করার পর রায় হলো। রায়ে দুই জনকেই খালাস দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর