বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ২৯

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাজারের কাছে জঙ্গি গোষ্ঠী আইএসের  ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫২ জন। ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ভক্তরা মাজারের কাছে সমবেত হলে এ বোমা হামলা চালানো হয়। কাবুল বিশ্ববিদ্যালয় ও আলী আবাদ হাসপাতালের নিকটবর্তী ‘কারতে সাখি’ এলাকায় অবস্থিত ‘সাখি’ মাজারের প্রবেশপথে গতকাল  সকালে এ হামলা চালায় জঙ্গিরা।

দেশটির  স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বোমা হামলাকারী নিজের শরীরে বোমা বেঁধে সাখি মাজারে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়। এ সময় সে বোমাটির বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। এর আগে শনিবার কাবুলে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়। আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে যখন খবরাখবর প্রচার হচ্ছিল তখন শনিবারের ওই হামলা চালানো হয়। এ ছাড়া, চলতি মাসের গোড়ার দিকে কাবুলের একটি শিয়া মসজিদের কাছে বোমা হামলায় নয় ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়েছিল। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর