সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এফবিসিসিআই থেকে বিমানবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি উড়োজাহাজ পরিবহন খাতের উন্নয়নের ওপর জোর দিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। তারা বলেছে, প্রতিযোগিতামূলক উড়োজাহাজ পরিবহন খাতে যাত্রী আকর্ষণে উন্নত সেবা এবং বিমানবন্দরের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এ খাতের ব্যবস্থাপনা আরও নিয়মতান্ত্রিক ও যাত্রীবান্ধব করার পরামর্শ দিয়েছে এফবিসিসিআই। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের এক সভায় ব্যবসায়ী নেতারা এ কথা বলেন। এতে বক্তব্য দেন এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, সংগঠনটির পরিচালক নিজামুদ্দিন রাজেশ, পরিচালক ও কমিটির ডাইরেক্টর ইনচার্জ শমী কায়সার, কমিটির চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদসহ এ খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। সভায় বক্তারা বলেন, দেশীয় যাত্রীদের পাশাপাশি প্রতিবছর যে বিপুল পরিমাণ পর্যটক ব্যবসায়িক প্রয়োজনে এবং ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসছেন, তাদের উন্নততর সেবা প্রদান করা দরকার।

বাংলাদেশে প্রতিবছর ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে আসা পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিমানবন্দরগুলোর সেবা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হচ্ছে না। দেশের ইমেজ বৃদ্ধি এবং আরও পর্যটক আকর্ষণে বিমানবন্দরগুলোর দক্ষতা ও সেবার মান বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

সর্বশেষ খবর