সোমবার, ২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রাইমারিতে এমসিকিউ বাদ দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রাইমারির প্রশ্ন ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাইমারির প্রশ্নমালা থেকে এমসিকিউ প্রশ্ন পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সামগ্রিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজুরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর