সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
মুক্তিযোদ্ধাদের সভা

স্বাধীনতাবিরোধী চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

মুক্তিযোদ্ধাদের এক সভায় স্বাধীনতাবিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, অতি সম্প্রতি কোটা বাতিলের আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী চক্র মূলত মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি প্রত্যক্ষভাবে আঘাত করেছে। এই বাস্তবতায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত প্রতিহত করা জরুরি। গত শুক্রবার সকালে ধানমন্ডির এক বাসভবনে আয়োজিত মুক্তিযোদ্ধাদের এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। সভায় চক্রান্ত রুখে দাঁড়ানোর লক্ষ্যে শিগগিরই ঢাকায় মুক্তিযোদ্ধা মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীকে  আহ্বায়ক এবং আলহাজ মিনহাজুর রহমান, আবদুস সালাম মজুমদার ও সেলিম চৌধুরীকে যুগ্ম-সদস্য সচিব করে ‘মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়। আজ সংবাদ সম্মেলন করে এই পরিষদ মুক্তিযোদ্ধা মহাসমাবেশের তারিখ ঘোষণা করবে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর