সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

উপাচার্যকে ঘুষ সাধায় আটক চাকরি প্রার্থী

প্রতিদিন ডেস্ক

চাকরির জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে ৯ লাখ টাকা ঘুষ দিতে গিয়েছিলেন এক যুবক, কিন্তু ছাত্রদের সহায়তায় উপাচার্য তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলা বিভাগে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। খবর : বিডিনিউজ।

আটক ইলিয়াস হোসেনের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার মধ্যপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে। জানা গেছে, এর আগেও একবার ইলিয়াস বিশ্বজিেক ১৪ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন।

বিভিন্ন সময় তিনি চাকরির জন্য মোবাইলে বিভিন্ন রকম এসএমএস পাঠিয়ে আসছিলেন, সেগুলো প্রমাণ হিসেবে উপাচার্যের কাছে আছে। তিনি জানান, গতকাল সকালে অধ্যাপক বিশ্বজিতের রুমে ঢুকে ‘আপনার জন্য একটা উপহার আছে’ বলেই টেবিলে ৯ লাখ টাকার প্যাকেট রাখেন। টাকা দেখে স্যার ধমক দিলে ইলিয়াস দৌড় দেন। স্যার তখন পেছনে চিৎকার করতে থাকলে ছাত্ররা ইলিয়াসকে ধরে ফেলে। পরে পুলিশ ডেকে তাকে শাহবাগ থানায় দেওয়া হয়।

সর্বশেষ খবর