বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

অনুমোদন পেল দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। এগুলোর একটি খুলনার খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়, অন্যটি রাজশাহীর আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার মাঝে মধ্যেই বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়। এর অংশ হিসেবেই এ দুটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা দাঁড়াল ৯৮টি। জানা গেছে, নতুন দুটি বিশ্ববিদ্যালয়েরই প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাও তিনি।

সর্বশেষ খবর