সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
সাংসদদের মোদির পরামর্শ

মিডিয়ার হাতে মসলা তুলে দেবেন না

কলকাতা প্রতিনিধি

প্রতিটি বিষয়েই আগ বাড়িয়ে কথা বলে গণমাধ্যমের হাতে মসলা তুলে দেবেন না— নিজের দলের সাংসদ ও বিধায়কদের এই পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার নরেন্দ্র মোদি অ্যাপের (নমো অ্যাপ) মাধ্যমে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জনপ্রতিনিধিদের বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার উপদেশ দেন মোদি। ধর্ষণসহ একাধিক ইস্যুতে দেশটির ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই পরামর্শ।

প্রায় ২ মিনিটের ভিডিও চ্যাটে দলের নেতা-কর্মীদের উদ্দেশে মোদির বার্তা ‘কখনো আমাদের কর্মীরা বলেন গণমাধ্যম এটা করে, গণমাধ্যম ওটা করে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরাও ভুল করি এবং গণমাধ্যমের কর্মীদের হাতে মসলা তুলে দিই, যেন আমরা কত বড় বিজ্ঞজন। চিত্র সাংবাদিকদের দেখলেই আমরা বড় বড় ইস্যুগুলোতে বিশ্লেষণ করতে ছুটে যাই। এটা গণমাধ্যমের দোষ নয়, আমাদের নিজেদের সংযত হতে হবে। একমাত্র  যারা এই বিষয়ে দায়িত্বশীল, তাদেরই   বলা উচিত।

সবাই যদি বলতে শুরু করি তবে আসল ইস্যুটাই বিপথগামী হয়ে যাবে এতে আমাদের দেশ, দল এবং ব্যক্তিগত ভাবমূর্তির ওপরও প্রভাব পড়বে’।

সর্বশেষ খবর