বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

শিশুশ্রম বন্ধ করতে হলে শিশুদারিদ্র্য কমাতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ায় শিশু শ্রম বন্ধ করতে হলে শিশু দারিদ্র্য কমিয়ে আনতে হবে। সংসদীয় কমিটির মাধ্যমে শিশু দারিদ্র্য কমিয়ে আনতে সুপারিশমালা প্রণয়ন করে এমপিরা ভূমিকা রাখতে পারেন। শিশুদের উন্নয়নের মূল সে াতধারায় সম্পৃক্ত করতে শিশুবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে। ঝরে পড়া শিশুদের নগদ অর্থ প্রণোদনা দিয়ে স্কুলমুখি করা গেলে শিশুশ্রম হ্রাস পাবে। সামগ্রিক দারিদ্র্য উন্নয়ন সূচকে উন্নতি হবে। এভাবেই শিশুদের অধিকার সুরক্ষায় এমপিরা ভূমিকা রাখতে পারেন।

‘সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্লাটফরম ফর চিলড্রেন’ শীর্ষক দুদিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে গতকাল তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফ এর দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর জেন গফ ও  সার্ক এর সোশ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মিজ রিশফা রাশেদ। রিজিওনাল ডেপুটি ডিরেক্টর ফিলিপ কোরি অনুষ্ঠান সঞ্চালনা করেন। বাংলাদেশসহ সার্কভুক্ত  দেশসমূহের এমপিরা এতে অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর