বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

হাতিরঝিলে বেড়াতে গিয়ে দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে রাতে বেড়াতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে এই দুই মোটরসাইকেল আরোহী এক দুর্ঘটনার কবলে পড়েন। নিহতদের একজন হেদায়েতুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামের আবদুর রব খানের ছেলে। তিনি থাকতেন মগবাজারে। অন্যজন হাবিবুল্লাহ গাজীপুরের কাপাসিয়ার ফজলুল হকের ছেলে। জানা গেছে, হেদায়েতুল্লাহ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গাজীপুর থেকে চাকরির ইন্টারভিউ দিতে শুক্রবার ঢাকায় এসেছিলেন হাবিবুল্লাহ। তারা দুজনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।  তাদের স্বজনরা জানান, হেদায়েত হাতিরঝিলে মরিয়ম গ্রুপের হলিডে ইন ঢাকা নামে নির্মাণাধীন প্রকল্পে চাকরি করতেন।

আর হাবিব চাকরির সন্ধান করছিলেন। মোটরসাইকেলটি তাদের ছিল না। কারও একজনের কাছ থেকে মোটরসাইকেলটি নিয়েছিলেন। দুই বন্ধু মিলে মোটরসাইকেলে রাতে হাতিরঝিলে ঘুরতে বের হন। এ সময় স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় তাদের বহন করা বাইকটি। রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়। সকালে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় বাড্ডা থানা পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর