বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের নিয়ে ‘নো মোর অড জব’ সেমিনার

প্রতিদিন ডেস্ক

পিপলএনটেক আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে ‘অড জব’ ছেড়ে আইটি জবে ফিরিয়ে এনে উন্নত জীবন গড়তে  অগ্রণী ভূমিকা রেখে চলছে। এমন অভিমত পোষণ করা হয় গত ২৫ এপ্রিল নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পিপলএনটেক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত ‘আইটি জব সেমিনার’-এ। খবর : এনআরবি নিউজের। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। তিনি বলেন, ৫-৭ বছর আগে যুক্তরাষ্ট্রে আইটি ক্ষেত্রে কর্মরত ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত স্বল্প সংখ্যক বাংলাদেশি। কিন্তু যোগ্যতা এবং অধ্যবসায়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াও যে আইটি জব পাওয়া সম্ভব তা প্রমাণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পিপল অ্যান্ড টেক। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথজার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবদুর রফিক, কম্যুনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান চুন্নু, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সাধারণ সম্পাদক মো. শাহীন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সাবেক সভাপতি রহমান বাবুল, কম্যুনিটি ব্যক্তিত্ব এবং আটলান্টিক সিটি আলহেরা মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা মো. ইকবাল হোসেন, আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাবের সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী এবং আটলান্টিক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অফিসার সুমন মজুমদার প্রমুখ। 

সর্বশেষ খবর