Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ মে, ২০১৮ ০১:৫৭
গার্মেন্ট শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপনগরে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন আনিকা গার্মেন্টের শ্রমিকরা। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গেলে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর, একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং ওই গার্মেন্টে ভাঙচুর চালান। ঘটনাস্থল থেকে এক শ্রমিককে আটক করেছে পুলিশ। রূপনগর থানার ওসি শেখ শাহ আলম জানান, বৃহস্পতিবার থেকে দফায় দফায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিলেন আনিকা গার্মেন্ট কর্মীরা। আজ মালিকপক্ষ তাদের বেতন দিতে রাজি হলেও গতকাল ‘কথিত’ শ্রমিকনেতা রফিকের নেতৃত্বে তারা রাস্তায় নেমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে একজনকে আটক করা হয়েছে।

 তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বেতন বিষয়ে আলোচনা করা হয়েছে। মালিকপক্ষ দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন দিতে রাজি হয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow