সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

বুধবার দেখা যেতে পারে রমজানের চাঁদ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ মে থেকে ‘রমজান’ মাস শুরুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি গতকাল এ সম্ভাবনার কথা জানায়। সংগঠনটি বলেছে, ১৫ মে বিকাল ৫টা ৪৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওই দিন সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে দুই ডিগ্রি নিচে ২৮৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে। ফলে ওই দিন চাঁদের কোনো অংশ দেখা যাবে না।

সর্বশেষ খবর