মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল

দীপক দেবনাথ, কলকাতা

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল ঘটল ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায়।  ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরানো হলো স্মৃতি ইরানিকে। এই মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যবর্ধন রাঠোরকে। আর স্মৃতি ইরানিকে দেওয়া হয়েছে বস্ত্র মন্ত্রণালয়ের মতো কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। কয়েকদিন আগেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে বিতর্ক ওঠায় দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওপর বেজায় ক্ষুব্ধ হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরে পিএমও দফতরে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে চিঠিও দেন রাষ্ট্রপতি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাত্র ১১ জন পুরস্কার প্রাপকের নিজের হাতে পুরস্কার তুলে দেন রামনাথ কোবিন্দ। অন্যদিকে অন্তর্বর্তী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পীযুষ গোয়েলকে। রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে গোয়েলকে। অন্যদিকে মোদি মন্ত্রিসভায় তৃতীয় রদবদলটি হয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে। এই দফতরের প্রতিমন্ত্রী কে জে আলফোনসকে দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আলফোনসের ছেড়ে যাওয়া ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণাললের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এস এস আলুওয়ালিয়াকে। তিনি ছিলেন পানি ও স্যানিটেশন প্রতিমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর