মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

ভারতের ভিসা সিলেট, ময়মনসিংহ, বরিশালে ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও সুষ্ঠু ও সহজলভ্য করার লক্ষ্যে ভারতীয় হাই কমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে পর্যটক ভিসার জন্য আগামী ২০ মে থেকে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই। তারা সরাসরি আবেদন জমা দিতে পারবেন।

গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এ ছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে। নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে গত বছর ৯ জুলাই, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর এবং ১০ অক্টোবর মিরপুর ১০, ঢাকা আইভিএসিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ। যা একইভাবে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে চালু করা হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর