মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রজ্ঞাপন ম্যাটার করে না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রজ্ঞাপন প্রকাশের আন্দোলন করে জনগণকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার পর প্রজ্ঞাপন ম্যাটার করে না। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে জনগণকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মহিলা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীদের প্রতি তিনি এ আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততার প্রমাণ দিয়ে সারা বিশ্ব জয় করছেন। দেশের মানুষ তাকে বিশ্বাস করেন। যেখানে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কোটা বাতিল করলেন, সেখানে প্রজ্ঞাপন কবে হবে সেটা ম্যাটার করে না। বিদ্যমান কোটাগুলোর মধ্যে ব্যালান্স করা একটু কঠিন। সেজন্য একটি কমিটি করা হয়েছে। এটা চ্যালেঞ্জিং কাজ, তাই একটু সময় লাগছে। তাই বলে ধৈর্যসীমার বাইরে যাবে— এটা তো আমরা তরুণ সমাজের কাছে আশা করি না। একটু সময় তো তারা দেবে। যৌক্তিক আন্দোলনের বিষয়টি যৌক্তিক সমাধানের পথে রয়েছে জানিয়ে বিষয়টি নিয়ে কোনো ‘অপরাজনীতি’ ও ‘অশুভ রাজনৈতিক খেলা’ যাতে না হয় সে বিষয়েও আন্দোলনকারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণাকে শ্রদ্ধা করে, জনগণের কষ্ট লাঘবের কথা বিবেচনা করে আন্দোলন থেকে তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলে প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল বেলা ১১টা থেকে শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শাহবাগ মোড় আটকে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, বাংলামোটর এলাকায় তীব্র যানজট দেখা দেয়। রাজধানীজুড়ে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর