Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ মে, ২০১৮ ০২:১৫
রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজান উপলক্ষে ব্যাংকিং লেনদেনের সময়সীমা কমানো হয়েছে। রোজার মাসে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে। রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে জানানো হয়েছে। শেয়ারবাজার লেনদেনও ব্যাংকিং লেনদেনের সঙ্গে সমন্বয় করে একই সময় নির্ধারণ করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow