বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

ঘুষ ছাড়া সরকারি অফিসে সেবা পাওয়া যায় না : ড. নাসির

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন বলেছেন, সরকারি অফিসে ঘুষ ছাড়া কোনো ধরনের সেবা পাওয়া যায় না। দুদক সব ধরনের ঘুষ বন্ধে বদ্ধ পরিকর। তিনি গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢাকা মহানগরের কোতোয়ালি, তেজগাঁও এবং গুলশান সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহের কার্যক্রমের একটি ফলোআপ গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কমিশনের ৯৪তম এই গণশুনানিতে দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ আরও বলেন, নাগরিকদের দুর্নীতিমুক্ত এবং মানসম্মত সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য সামাজিক দায়বদ্ধতার কারণে গণশুনানি একটি বিশেষ কৌশল। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ রায়হান কবীর। রাজধানী থেকে তৃণমূল উপজেলা পর্যায়ে দুদক ৯৪টি গণশুনানি করেছে। এসব গণশুনানিতে সাধারণ মানুষ ভূমি ব্যবস্থাপনার বিরুদ্ধে বেশি অভিযোগ করছে। সাধারণ মানুষ মনে করে ভূমি রেজিস্ট্রেশন, ভূমির নামজারি এবং জরিপ প্রতিটি ক্ষেত্রেই অনিয়ম, দুর্নীতি এবং হয়রানি রয়েছে। তাই এটা নির্মূল করতে হলে সমন্বিত কার্যক্রমের বিকল্প নেই। কমিশনার ড. নাসির উদ্দিন আরও বলেন শুধু মামলা-মকদ্দমা নয়। এসবের পাশাপাশি বিভিন্ন আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি অফিস প্রধান হিসেবে কর্মকর্তাদের দায়িত্ব, নিজে দুর্নীতিমুক্ত থেকে নিজ অফিসকে দুর্নীতিমুক্ত রাখা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৫ সালের গণশুনাতে উত্থাপিত অভিযোগ গতকালও নিষ্পত্তি না হওয়ার মানে কী? এর কারণ হচ্ছে এসব অফিসের কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি।

কর্তার ইচ্ছায় কর্ম হয়। তিনি সেবা গ্রহীতাদের উদ্দেশে বলেন, আপনারা সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে যাবেন। তারা যদি হয়রানি কিংবা অনৈতিক কোনো কিছু দাবি করে, কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এ জানান। কমিশন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কমিশন কারও পদ-পদবির ন্যূনতম গুরুত্ব দেবে না। বস্তুনিষ্ঠ তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, সরকারি অফিসে ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না। গতকালের গণশুনানিতে ১৩টি অভিযোগ উত্থাপিত হয়। সংশ্লিষ্ট সহকারী কমিশনাররা এসব অভিযোগ নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তির আশ্বাস দেন।

সর্বশেষ খবর