বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

ডলফিন রক্ষায় হালদার বালু উত্তোলন বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

হালদা নদীর ডলফিনসহ মাছ ও অন্য জলজ প্রাণী রক্ষায় বালু উত্তোলন নিয়ন্ত্রণ ও দূষণ কার্যক্রম কঠোরভাবে বন্ধ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বায়ু দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ  ভবনে গতকাল অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ। পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মো. ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধস রোধকল্পে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার চিঠি দেওয়া হয়েছে। কমিটি জনপ্রতিনিধিদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে বৃক্ষ রোপণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করে। বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর