বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

দ্রুত কোয়াব নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক

আদালতের রায় অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। বক্তব্য রাখেন কোয়াব নেতা নিজামুদ্দিন মাসুদ ও এ বি এম সাইফুল হোসেন। আনোয়ার পারভেজ বলেন, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য কোয়াব প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাবল টিভি খাতের জন্য এ রায় গুরুত্বপূর্ণ। কারণ ক্যাবল অপারেটররাই বেসরকারি টিভি চ্যানেলগুলো দর্শকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

কিন্তু গত ৬-৭ বছর কোয়াবের কোনো নির্বাচিত কমিটি না থাকায় ক্যাবল অপারেটরদের এ ব্যবসায় অনেক বিশৃঙ্খল পরিস্থির সৃষ্টি হয়েছে। পেশি শক্তি দিয়ে ব্যবসা দখল ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। এ অবস্থা নিরসনে কোয়াবের একটি নির্বাচিত কমিটি থাকা প্রয়োজন। তিন মাসের মধ্যে নির্বাচন হলে এ অবস্থা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ঐক্য পরিষদ নেতাদের পক্ষে আগামী তিন মাসের মধ্যে কোয়াব নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি তিনি আবেদন জানান।

সর্বশেষ খবর