সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

ইলেকট্রনিক্স পণ্য আমদানিতে রাজস্ব ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব ফাঁকি দিয়ে নিম্ন মানের ও নকল ইলেকট্রনিক্স পণ্য আমদানি করছে একটি চক্র। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। শুধু তাই নয় এর জন্য নামিদামি ব্র্যান্ডগুলোও তাদের বাজার হারানোর পাশাপাশি সুনাম হারাচ্ছে বলে অভিযোগ করেছে স্যামসাং ইলেকট্রনিক্স। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। এতে বলা হয়, অননুমোদিত কতিপয় অসাধু আমদানিকারক, ডিস্ট্রিবিউটর, ডিলার, সরবরাহকারী ও বিক্রেতা স্যামসাং ব্র্যান্ডের নকল টিভি, ফ্রিজ, মনিটর, প্রিন্টার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও মোবাইল সেট আমদানি, মজুদ এবং বিক্রয় করছেন যাতে করে বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতি। আসন্ন ঈদুল ফিতর এবং বিশ্বকাপ ২০১৮ উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের এই দৌরাত্ম্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর