বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

সব ক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে

———— প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের সংযমের পরিচয় দিতে হবে। আমরা যতই সংযমের পরিচয় দেব ততই রোজার মূল উদ্দেশ্য সাধিত হবে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনজীবী সমিতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। সেখানে ইফতার-পূর্ব আলোচনায় প্রধান বিচারপতি বলেন, রমজান সংযমের মাস। এ মাসে আমরা সংযমের পরিচয় দিলে রোজার মূল উদ্দেশ্য সাধিত হবে। তিনি বলেন, আইনজীবী সমিতি ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে ভালো কাজ করেছে। অনেক মানুষ ইফতারে অংশ নিয়েছেন। এখানে যে দোয়া হবে তা আল্লাহর দরবারে কবুল হবে বলে আমি আশাবাদী। আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

সর্বশেষ খবর