বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা
বকেয়া বেতনের দাবি

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন ভাতার দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন সেখানকার চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা তাদের এই আন্দোলনে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ রোগীদের।  প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের সব ফটক বন্ধ করে নিচতলায় নার্স ও কর্মচারীরা মাথায় ‘বেতন চাই’ লেখা কাপড় পরে বসে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান ও বক্তব্যও দেন। কর্মবিরতি চলাকালীন সময়ে ফটক বন্ধ দেখে ফিরে গেছেন চিকিৎসাসেবা নিতে আসা প্রায় দেড় শতাধিক রোগী। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সব কাজ বন্ধ করে আন্দোলন করবেন বলেও ঘোষণা দেন হাসপাতাল-কর্মীরা। আন্দোলনরতদের অভিযোগ, গত ৩-৫ মাস ধরে হাসপাতালটিতে কর্মরত ৫৭৩ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর বেতন বকেয়া। কেউ কেউ দেড় বছর ধরেও নিয়মিত বেতন পাচ্ছেন না।

সর্বশেষ খবর