বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা

ভেজালবিরোধী অভিযানে সাত প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রান্নায় অপরিশোধিত পানি ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সরবরাহ ও নকল পণ্য রাখার অভিযোগে রাজধানীর সাত প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ধানমন্ডিতে পৃথক অভিযানে কেএফসি, বাবুর্চি, কড়াই গোস্ত, বেঙ্গল মিট, মিনাবাজার, নন্দন এবং ফার্মগেটের আগোরাকে এ জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, কেএফসিতে ব্যবহূত পানি পিউরিফাইড (পরিশোধিত) নয়। আমরা রান্নাঘরে গিয়ে দেখতে পাই কেএফসির ফিল্টারটি কাজ করে না। সব খাবার অপরিশোধিত পানি দিয়ে রান্না করা হয়। এ জন্য তাদের জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার জানান, বাসি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করায় বাবুর্চি এবং কড়াই গোস্ত নামের রেস্টুরেন্টকে দেড় লাখ করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। বাবুর্চি রেস্টুরেন্টের ফ্রিজে মাংসের মধ্যে তেলাপোকা পাওয়া যায়। মিনাবাজার সুপারশপে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ও বেঙ্গল মিট খাসির মাংসের দাম বেশি রাখায় ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নন্দন ও ফার্মগেটের আগোরাকে নকল পণ্য রাখায় ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সর্বশেষ খবর