শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা

দরপতনেই আটকে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

দরপতনেই আটকে আছে দেশের শেয়ারবাজার। গত দুই সপ্তাহ জুড়েই দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমছে। একই সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫১ ও ১৯৮৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৮৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৮ কোটি টাকার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। দর বৃদ্ধির শীর্ষে ছিল ইন্ট্র্যাকো রিফ্যুয়েলিং, লিগেসী ফুটওয়্যার,  ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, ম্যারিকো বাংলাদেশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ওয়াইমেক্স ইলেক্ট্রোডস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার ও মিরাকল ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫৯১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১, সিএসই-৩০ সূচক ১০৫, সিএসসিএক্স ৩০ ও সিএসআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪২, ১৫০৫৯, ১০০৩৩ ও ১১১৮ পয়েন্টে।

 এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর। সিএসইতে ১৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি টাকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর