বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা

হজ যাত্রীরা অতিরিক্ত এক হাজার ডলার নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

হজযাত্রী নির্ধারিত সব খরচ বাদ দিয়ে অতিরিক্ত আরও ১ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব খরচ বাদে অতিরিক্ত ডলার বহনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিনিময় বিভাগ এ  সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। প্রতি মার্কিন ডলার ৮৩ টাকা এবং সৌদি রিয়েল ২২ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমসাময়িক বাজার দর অনুযায়ী হবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার অর্থাৎ মোট এক লাখ ৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে দুটি প্যাকেজ রয়েছে। প্যাকেজ-১ অনুযায়ী, জনপ্রতি হজের খরচ ধরা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজের খরচ ধরা হয়েছে জনপ্রতি ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা। তবে এজেন্সি প্যাকেজ অনুযায়ী মিনা-আরাফায় মোয়াল্লেমের অতিরিক্ত সার্ভিস চার্জ, মক্কা-মদিনায় বাড়ি/হোটেল ভাড়া ব্যয়,  কোরবানির খরচ, গাইড খরচ, খাওয়া খরচ এর সঙ্গে যোগ হবে।

সর্বশেষ খবর