বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ ০০:০০ টা

বিচারপতি, কূটনীতিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিচারপতি, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উপরোক্ত ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ইফতার করেন সরকারপ্রধান। এ সময় সংশ্লিষ্ট সেক্টরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে গণভবনের সবুজ লনে স্থাপিত অস্থায়ী প্যান্ডেলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি পুরো প্যান্ডেল ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময় শেষে মঞ্চে বসে দোয়া মাহফিলে অংশ নেন ও ইফতার করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ডানদিক থেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দীন আহমেদ, বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর বাম দিক থেকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ডিপ্লোমেটিক কোরের ডিন ও ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ইফতারিতে অন্যদের মধ্যে উচ্চ আদালতের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও আমলারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও ইফতারে অংশ নেন। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এতে যোগ দেন।

প্রধানমন্ত্রী প্রতি বছরই রোজার মাসে নির্দিষ্ট একদিন দেশের বিচারপতি, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করে থাকেন।

সর্বশেষ খবর