সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর সিটি নির্বাচন

জাহাঙ্গীরের পক্ষে মন্ত্রী-এমপি হাসানের পক্ষে নেতা-কর্মীরা

গাজীপুর প্রতিনিধি

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় সংসদ সদস্যগণ গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ শরিকরা মাঠে নেমেছে। প্রতিদিন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে তারা নানা হিসাব-নিকাষ করে নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন। অপরদিকে সমানভাবে পাল্লা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে কর্মকৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই ইফতার মাহফিল, আলোচনা সভা, নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও নগরীর বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায়সহ ওয়াক্তের নামাজে শরিক হয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রঙিন পোস্টার, ফ্যাস্টুনসহ নেতা-কর্মীরা নানা কৌশলে নিজেদের দলীয় প্রার্থীর ছবি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। বসে নেই স্বতন্ত্রসহ এ নির্বাচনের অন্য মেয়র প্রার্থীরাও। নির্বাচনে প্রার্থীরা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় যাচ্ছেন। তাদের সঙ্গে বিভিন্ন ঘরোয়া বৈঠকে যোগ দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতাও। তারা সিটি করপোরেশনের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ভোটের খোঁজে ছুটে যাচ্ছেন বাড়ি বাড়ি, অফিস ও মিল কারখানায়। নানা কৌশলে তারা নির্বাচনী পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। এবারের নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে হেভিওয়েট দুই প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের (ধানের শীষ) ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা) মধ্যে। সবার দৃষ্টিই হচ্ছে এখন ওই দুই মেয়র প্রার্থী ও তাদের নির্বাচনী কার্যক্রমের দিকে।

সর্বশেষ খবর