শিরোনাম
বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

বেনাপোলে ১২টি সোনার বার উদ্ধার এক যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

ভারতগামী পাসপোর্ট যাত্রী মহিউদ্দিন (৩২) ভুইয়ার পায়ু পথ দিয়ে ১২টি সোনার বার বের করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে সোনার বারসহ আটক করা হয় তাকে।

আটক মহিউদ্দিন কুমিল্লা জেলার তিতাস থানার বড়াইকান্দি গ্রামের শাহরিয়ার ভুইয়ার ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক সাইফুর রহমান বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন যাত্রী সোনা পাচারের উদ্দেশ্যে ভারত যাচ্ছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে  চেকপোস্ট এলাকায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সাইফুর নামে এক যাত্রীকে আটক করে। তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে সোনা পাচারের কথা অস্বীকার করে।

পরে তাকে নাভারনের একটি হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার পেটের মধ্যে সোনার অস্তিত্ব ধরা পড়ে। এ সময় তাকে আবার বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এনে জুস ও পানি পান করালে তার পায়ুপথ দিয়ে ১২টি (এক কেজি ৩০০ গ্রাম) সোনার বের করে আনে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

মহিউদ্দিনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত সোনা বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।

সর্বশেষ খবর