শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে দুই রেস্টুরেন্টকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-২ নম্বরে পচা ও বাসি খাবার এবং নোংরা পরিবেশের কারণে দুইটি রেস্টুরেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রেস্টুরেন্ট দুইটি হচ্ছে- টপকারি রেস্টুরেন্ট ও বাটন রুজ রেস্টুরেন্ট। গতকাল দুপুরে র‌্যাব-১, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বিএসটিআই’র সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, টপকারি রেস্টুরেন্ট অত্যন্ত নোংরা ও অপরিষ্কার। কিচেনে তেলাপোকার সমারোহ। সব ধরনের খাবারের উপর, থালা বাসনে তেলাপোকার ছুটাছুটি। এমনকি প্রতিটি ফ্রিজে প্রচুর মৃত তেলাপোকা দেখা গেছে। খাবারের উচ্ছিষ্ট হাড়গুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, মালিকের কুকুরকে খাওয়ানোর জন্য এগুলো রাখা হয়েছে। তবে কুকুরের খাবার মাংস কেন মানুষের খাবার মাংসের সঙ্গে রাখা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া ফ্রিজে কাঁচা রক্তাক্ত মাংসের ভিতর পাকানো মাংস রাখা হয়েছে। এসব অভিযোগে টপকারি রেস্টুরেন্টকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ উন্নয়নের জন্য তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

এদিকে, বাটন রুজ রেস্টুরেন্টের কিচেনের পরিবেশ নোংরা। স্টোর রুমে ইঁদুরের উৎপাতের কারণে পরিবেশ মান সম্মত নয়। খাবার এবং পেস্টিসাইড একত্রে সংরক্ষণ করে রেখেছে। শেলফে খাবারের সঙ্গে জুতা রাখা হয়েছে। এসব অভিযোগে বাটন রুজ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর