বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

সেনাবাহিনীর জন্য ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমদানি করা ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় ঘোড়া মঙ্গলবার রাতে দুটি অ্যাম্বুলেন্স ট্রাকে করে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ কাজে এগুলো ব্যবহার করা হবে।বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নামে এ ঘোড়াগুলো আমদানি করা হয়েছে। সাপ্লাইয়ার হিসেবে রয়েছে ঢাকার ‘মহসিন ব্রাদার্স’ নামে একটি প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার ‘বিধাতা সাপ্লাইয়ার্স’ নামের একটি প্রতিষ্ঠান এ ঘোড়াগুলো রপ্তানি করে। দশটি ঘোড়ার আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৬৮ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৯৯ লাখ ১৮ হাজার ৮৬৪ টাকা।

 সেই হিসাবে প্রতিটি ঘোড়ার দাম নয় লাখ ৯১ হাজার ৮৮৬ টাকা। মঙ্গলবার রাতেই ঘোড়াগুলো ঢাকার সাভার সেনানিবাসের উদ্দেশে পাঠানো হয়েছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান বিধাতা সাপ্লাইয়ার্সের ম্যানেজার দীপেস গোস্বামী জানান, ঘোড়াগুলো উন্নতমানের প্রশিক্ষণপ্রাপ্ত। গত রবিবার ভারতের দিল্লি রেস ক্লাব থেকে রওনা দেওয়ার তিন দিন পর বেনাপোল বন্দরে প্রবেশ করে।

সর্বশেষ খবর