বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

স্মৃতিসৌধে নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন হাই কোর্টের নবনিযুক্ত বিচারপতিরা। আবু আহমেদ জমাদারের নেতৃত্বে ১৮ জন বিচারপতি গতকাল বেলা ১১টায় স্মৃতিসৌধ শহীদ বেদিতে ফুল দেন। এ সময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা শেষে স্বাক্ষর করেন জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সাভারের ইউএনও শেখ রাসেল হাসান, সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান। এর আগে বিচারপতিগণ স্মৃতিসৌধে পৌঁছলে তাদের স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। নবনিযুক্ত বিচারপতিরা হলেন- আবু আহমেদ জমাদার, এসএম আবদুল মবিন, মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, কামরুল হোসেন, এসএম কুদ্দুস জামান, আতোয়ার রহমান, খিজির হায়াত, এসএম মনিরুজ্জামান, শশাংক শেখর, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, রিয়াজ উদ্দিন, খায়রুল আলম, আহমেদ সোহেল, রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কেএম হাফিজুল আলম।

সর্বশেষ খবর